ডেস্ক রিপোর্ট: পরমাণুঅস্ত্রের অভিযোগ আবারও ইরানের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে । কাজাখস্তানে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে একটি শীর্ষ সম্মেলনে ইরানের পক্ষে এই দাবিকরা হল ।এ সম্মেলন দশকব্যাপী পারমাণবিক অচলাবস্থা নিরসনে কিঞ্চিৎইতিবাচক ইঙ্গিত বহন করছে। আলমাতির তিয়েন শান পার্বত্য নগরীতে বুধবারদু’দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়।ইরান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরপাঁচ সদস্য রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স এবংজার্মানি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিনিয়ে নতুন বৈঠক অনুষ্ঠানেও সম্মত হয়েছে।ইরান পারমাণবিক অস্ত্রতৈরির লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগ সরাসরিপ্রত্যাখ্যান করে। তবে ইসরাইল ও তার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রবিশ্বাস করে তেহরান সত্যি সত্যিই দ্রুত গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজকরছে।
এই আলোচনায় বিশ্বশক্তিগুলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকর্মসূচিতে ছাড়ের বিনিময়ে তেহরানের ওপর তেল-বহির্ভূত বা আর্থিক খাতসংশ্লিষ্ট অপেক্ষাকৃত শিথিল অবরোধের কথা বলেছে।
ইরানের প্রেসিডেন্টমাহমুদ আহমাদিনেজাদ বলেন, বিরোধের চেয়ে আলোচনা শ্রেয়। এদিকে ইরানিপররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহী বলেন, ‘পরিস্থিতি মোড় নিচ্ছে।’ইরানেরশীর্ষ পরমাণু আলোচক সায়ীদ জলিলি সাংবাদিকদের বলেন, বিশ্বশক্তির উত্থাপিতকিছু বিষয় অতীতের তুলনায় অধিক বাস্তবসম্মত। তার এই বক্তব্যকে বিশ্বশক্তিরবিরল প্রশংসা হিসেবে দেখা হচ্ছে।
১ মার্চ/নিউজরুম