বায়তুল মোকাররমের উত্তর গেট বন্ধ

0
739
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট: আজ থেকেবায়তুল মোকাররমের উত্তর গেট বন্ধ থাকবেপ্রতি শুক্রবার বায়তুল মোকাররমমসজিদের পুরানা পল্টনের দিকে উত্তর দিকের প্রধান ফটক বন্ধ থাকবে বলে জানানোহয়েছেআটটি ধর্মভিত্তিক দল ইমান ও দেশরক্ষা আন্দোলনএর ব্যানারেআগামী ৮ মার্চ শুক্রবার বায়তুল মোকাররমের সামনে সমাবেশের ঘোষণা দেয়ারপরদিনই এই ঘোষণা দেয়া হল
বৃহস্পতিবার সকাল ১১টায়  ইসলামিফাউন্ডেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মুসল্লীদের মসজিদের দক্ষিন, পূর্ব ওপশ্চিম গেট ব্যবহার করার জন্য আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, “গত ২২ফেব্রুয়ারি বায়তুল মুকাররম মসজিদের জায়নামাজে আগুন দিয়ে, ফটক ভেঙেলেবাসধারী ইসলামের দুশমনরা যে জঘন্য অপরাধ করেছে আমরা তার পুনরাবৃত্তি করতেদেবো না
গত শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলেরব্যানারে শাহবাগের জাগরণমঞ্ চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়বায়তুল মোকাররম মসজিদের ব্যবসায়ীগ্রুপ, শ্রমিক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারি ও মসজিদেরমুসল্লীবৃন্দ বায়তুল মুকাররমে সব ধরনের রাজনৈতিক অপতপরতা বন্ধ করে মসজিদেরপবিত্রতা ও নিরাপত্তা সমুন্নত রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ”, জানান সামীমমোহাম্মদ আফজাল
দেশের অন্যান্য মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা যাতেবিনষ্ট না হয় সেজন্য ধর্মপ্রাণ মুসল্লীদের সচেতন থাকার জন্যও আহ্বান জানানইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেনবায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন এবং বায়তুলমোকাররম বণিক গ্রুপের নেতারাএছাড়া বৈঠকে মসজিদকে রাজনৈতিক হীনস্বার্থে ব্যবহার করতে না দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

 

১ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন