ডেস্ক রিপোর্ট: শুক্রবার হলেও এসএসসি পরীক্ষার্থীদের বসতে হয় পরীক্ষার হলে। হরতালের কারণে পিছিয়ে যাওয়া গত রোববারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ।সরেজমিনঘুরে দেখা গেছে, রোববারের স্থগিত রাখা পরীক্ষা আজ সকালে শুরু হয়েছে। এছাড়াবিজ্ঞান বিভাগের রসায়ন, মানবিক বিভাগে পৌরণীতি, বাণিজ্য বিভাগে ব্যাবসায়উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ামাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ৫ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও জামায়তইসলামী ডাকা হরতালের কারণে বার বার পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।মো. সামসুল্লা বলেন, ‘ঘন-ঘন পরীক্ষর তারিখ পরিবর্তীন হওয়ায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।’ পরীক্ষারহলের সামনে বসে থাকা অভিভাবদের অনেকেই রাজনৈতিক এই অস্থির বন্ধের জন্যদাবি জানায়।
১ মার্চ/নিউজরুম