বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্: চলতি মাসেইদেশের বাজারে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন‘গ্র্যান্ড’। অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সিগ্র্যান্ডে রয়েছে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে।
স্যামসাং কর্তৃপক্ষজানিয়েছে, দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড এর দাম হবে ৩৯হাজার ৫০০ টাকা। বর্তমানে এ স্মার্টফোনটির জন্য প্রি-বুকিং করা যাচ্ছে।স্যামসাংয়ের ফেসবুক পেজ থেকে ৫ মার্চ পর্যন্ত এর প্রি-বুকিং করা যাবে।প্রি-বুকিং দিলে ব্লুটুথ হেডসেট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাংবাংলাদেশ।
১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ৮মেগাপিক্সেল ক্যামেরার স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড স্মার্টফোনটিব্লুটুথ, ওয়াই-ফাই সমর্থন করে।
১ মার্চ/নিউজরুম