বিনোদন ডেস্ক: শাহীন সামাদ, কেমন আছেন?
ভালো। খুব ব্যস্ত। মার্চ আর ডিসেম্বর মাসে ব্যস্ততা অনেক বেড়ে যায়। ফেব্রুয়ারি মাসেও ব্যস্ততা থাকে। তবে ততটা না।
আজ মার্চ মাস শুরু হচ্ছে।
আজসকালে চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান করব। আর রাতে গানকরব দেশ টিভিতে, ‘কল-এর গান’ অনুষ্ঠানে। দুটি অনুষ্ঠানই স্টুডিও থেকেসরাসরি সম্প্রচার করা হবে। তবে কল-এর গান অনুষ্ঠানে আমার সঙ্গে আরও গানকরবেন তিমির নন্দী। ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেল আর রেডিওতে গানগাওয়ার জন্য এরই মধ্যে কথা হয়েছে।
কোন রেডিওতে?
বাংলাদেশ বেতারে।রেডিওতে আমি যখন গান শুরু করেছিলাম, তখন আমার বয়স ছিল ১০ বছর। আর ওইঅনুষ্ঠানের নাম ছিল ‘খেলাঘর’। একসময় রেডিওর গান ছিল অন্যতম বিনোদন। এখন তোমানুষ নানাভাবে বিনোদন পাচ্ছে। রেডিওর গান আর আগের মতো শোনা হয় না।
কত দিন পর রেডিওতে গান গাইবেন?
মাঝেমধ্যেই যাই। মাস দুয়েক আগেই রেডিওতে গান গেয়েছিলাম। এবার গান করব ট্রান্সক্রিপশন সার্ভিসে।
এসব অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?
মুক্তিযুদ্ধেরসময় আমি ছিলাম বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রেও গান গেয়েছি। ওই সময় কলকাতার টালিগঞ্জে টেকনিশিয়ানস্টুডিওতে সমর দাসের পরিচালনায় ১৪টি গান আমরা রেকর্ড করেছিলাম। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে গানগুলো প্রচার করা হতো। আরও অনেক গান আছে। ওইগানগুলোও করব।
স্বাধীনতা আর বিজয়ের মাসেই এই গানগুলো বেশি শোনা যায়।
এখনকিন্তু চিত্রটা পাল্টেছে। এখন যেকোনো উপলক্ষেই মুক্তিযুদ্ধের সময়ে গাওয়াগানগুলো গাওয়া হয়, কিছু কিছু অনুষ্ঠানে ওই সময়ের শিল্পীদের আমন্ত্রণ জানানোহয়। আমি বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের সেই গানগুলো আর হারিয়ে যাবে না। নতুনপ্রজন্মই এই গানগুলো পরের প্রজন্মের কাছে পৌঁছে দেবে।
১ মার্চ/নিউজরুম