স্পোর্টস ডেস্ক: লিওনেলমেসির নামের পাশে ‘ব্যর্থ’ শব্দটি বসেছে খুব কমই। আর্জেন্টিনার জার্সি গায়েনিজের মতো খেলতে না পারার দুর্নাম ঘুচিয়েছেন গত কিছুদিনে। টানা চারবারেরফিফা বর্ষসেরা এ মৌসুমে ছিলেন আরও অপ্রতিরোধ্য। কিন্তু এসি মিলান ও রিয়ালমাদ্রিদের বিপক্ষে ম্যাচ দুটিতে নিষ্প্রভ থাকার পর শোনা যাচ্ছে মৃদুগুঞ্জন। বড় ম্যাচে, দলের প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারছেন না মেসি!
তবেসতীর্থের পাশে দাঁড়িয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ব্যর্থতার দায় শুধু মেসিরঘাড়ে চাপাতে নারাজ বার্সা মিডফিল্ডার, ‘ব্যর্থতা গোটা দলের, মেসি ভালোকরেছে কি খারাপ, এটা কোনো ব্যাপার নয়। আমরা এর আগে প্রচুর গোল করেছি, করেছেসে-ও। স্রেফ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে আমরা নিখুঁত থাকতে পারিনি। দল ভালোনা করলে সেই দায় সবার।’
টানা খেলতে খেলতে ক্লান্তি মেসিকে জড়িয়ে ধরছেকিনা, উঠছে সেই প্রশ্নও। তবে ম্যাচের পর বার্সা টিভিকে মেসি বলেছিলেন, ‘ম্যাচের পর ম্যাচ টানা খেলতে আমি অভ্যস্ত। এটাই বরং আমি বেশি পছন্দ করি।বিশ্রাম না নিলেই আমার ভালো লাগে।’ বিশ্লেষকদের মতে, এই ম্যাচ দুটি মেসিরওপর বার্সার অতিনির্ভরতাও ফুটিয়ে তুলছে। মেসির অতিমানবীয় ফর্মের কারণেই লালিগায় এতটা এগিয়ে বার্সা। বাকি তিন ফরোয়ার্ড পেদ্রো, অ্যালেক্সিস সানচেজ ওডেভিড ভিয়া মিলে লা লিগায় করতে পেরেছেন মাত্র ১২ গোল! মেসির নিষ্প্রভচেহারায় ফুটে উঠেছে কাতালানদের দুর্বলতাও।
ইনিয়েস্তা অবশ্য খুব বেশিচিন্তার কিছু দেখছেন না। সমর্থকদের আতঙ্কিত না হতেও পরামর্শ দিচ্ছেন। দুটিম্যাচ বাজে খেলায় যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশ্নগুলোকে থামিয়েও দিতেপারে আবার দুটি ম্যাচ। আগামীকাল লা লিগায় বার্সা আবার মুখোমুখি হচ্ছেচিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। আর এসি মিলানের সঙ্গে চ্যাম্পিয়নস লিগেটিকে থাকার কঠিন লড়াই ১২ মার্চ।
ইনিয়েস্তার আশা, সামনের এই ম্যাচ দুটিদিয়েই আবার ঘুরে দাঁড়াবে বার্সা, ‘হেরে যাওয়া ম্যাচ দুটি গভীরভাবে বিশ্লেষণকরতে হবে আমাদের। কোথায় ভালো করেছি, কোথায় করতে পারিনি, কোথায় উন্নতি করতেহবে। আমি নিশ্চিত, আবার আমরা ধারালো হয়ে উঠতে পারব। আমাদের মনে রাখতে হবেযে লা লিগায় আমরা এখনো অনেক এগিয়ে এবং এই ব্যবধানটা ধরে রাখতে হবে (রিয়ালেরবিপক্ষে)। মিলানের বিপক্ষে ম্যাচটায় আমাদের প্রথম মিনিট থেকেই ঝাঁপিয়েপড়তে হবে। বাঁচা-মরার ম্যাচে অন্য কোনো বিকল্প নেই। এএফপি, রয়টার্স।
১ মার্চ/নিউজরুম