ঠোঁট রাঙানোর কাঠি

0
168
Print Friendly, PDF & Email

১ মার্চ, ২০১৩, খুব কমমেয়েই খুঁজে পাওয়া যাবে, যাদের হাতব্যাগে ঠোঁট রাঙানোর অন্তত একটিলিপস্টিক খুঁজে পাওয়া যাবে নাসকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তো বটেই, বিকেলে বা সন্ধ্যায় বাড়ি ফেরার সময়ও অনেকে ঠোঁটে একটু লিপস্টিক ঘষেনেনমেয়েদের অত্যন্ত জরুরিএই প্রসাধন উপাদান কিন্তু মানবসভ্যতার অতিপ্রাচীন সময় থেকেই ব্যবহূত হয়ে আসছেপ্রাচীন মেসোপটেমিয়ার নারীরাতাঁদের ঠোঁট রাঙাতে লিপস্টিক ব্যবহার করতেনঠোঁট রাঙাতেন প্রাচীন সিন্ধুসভ্যতার নারীরাওমধ্যযুগে তো রীতিমতো ধর্মীয় ফতোয়া দিয়ে মেয়েদের ঠোঁটরাঙানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছিলইসলাম অবশ্য মেয়েদের এই অধিকারফিরিয়ে দেয়ইসলামের স্বর্ণযুগে নতুন ধরনের লিপস্টিকের উদ্ভব ঘটেআরবেরপ্রসাধনবিদেরা সে সময় লিপস্টিকে বিভিন্ন সুগন্ধির সংমিশ্রণ ঘটানএভাবেমেয়েদের ঠোঁট রাঙানোর ব্যাপারটি বিভিন্ন চড়াই-উতরাই পেরোতে থাকলেও ষোড়শশতকের আগ পর্যন্ত লিপস্টিকের ব্যাপক ব্যবহার শুরু হয়নি১৮৮৪ সালেপ্যারিসের প্রসাধন প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে লিপস্টিক তৈরি করেনওই সময় লিপস্টিক তৈরি হতো রেড়ির তেল (ক্যাস্টর অয়েল) ও মৌচাক থেকেসংগৃহীত বিশেষ ধরনের মোম থেকেআধুনিক যুগে নির্বাক ছবির জনপ্রিয়তালিপস্টিকেরও ব্যবহার বাড়িয়ে দেয়১৯২০ সাল থেকে ঠোঁট রাঙানোর জন্যবিভিন্ন রঙের ব্যবহার শুরু হয়ব্রিটেনের রানি প্রথম এলিজাবেথের ব্যবহূতকালচে লিপস্টিক এ সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেতিরিশের দশকে লিপস্টিকবিক্রি হতো টিউবেচল্লিশের দশকে নিচের দিক দিয়ে ঘুরিয়ে লিপস্টিকের মুখবের করে ব্যবহারের ব্যাপারটির প্রচলন ঘটেএত বছর পরও লিপস্টিক ব্যবহারেরএই জনপ্রিয় ধারাটির অবশ্য খুব একটা উনিশ-বিশ হয়নি

 

শেয়ার করুন