ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষে ২ পুলিশ সদস্য সহ মোট ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে ছাত্র শিবিরের প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে নিহতের সংখ্যা ২১ জন।
এদের মধ্যে গাইবান্ধায় ২ পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও ১৩ জন নিহত হয়েছে।
এদের মধ্যে সিরাজগঞ্জে ২, রংপুরের মিঠাপুকুরে ৩ জন ও নাটোরে ১ জননিহত হয়েছে। নোয়াখালীতে ২জন, দিনাজপুর ২ জন , ঢাকায় ১ জন, মোলভীবাজার ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।