সিরাজগঞ্জ: বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের ডাকা হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ শিবিরকর্মীর নিহত হওয়ার প্রতিবাদে রোববার অর্ধদিবস আহবান করেছে জেলা জামায়াত।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরো জেলায় হরতাল চলবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জে পুলিশ ও র্যাবের সঙ্গে জামায়াত-শিবিরের দফায় দফায় সংঘর্ষে দু’ শিবির কর্মী নিহত ও এক সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ হয়েছে।
নিহত শিবির কর্মী নুরুল্লাহ খান ওরফে মুক্তা (২২) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রাজা খাঁ চরে আলমগীর খানের এবং রুহুল আমিন (১৫) একই ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
রুহুল আমিন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং মুক্তা ঘটনাস্থলে মারা যায় বলে হাসপাতালের আরএমও ফরিদ আহম্মেদ ও স্বজনেরা জানিয়েছেন। আহতদের সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ফেব্রুয়ারি ২৮, ২০১৩