কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল রোববার

0
735
Print Friendly, PDF & Email

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া রায়ের বিরুদ্ধে আগামী রোববার ৩ মার্চ আপিল করতে যাচ্ছে সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সমন্বয়কারী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বৃহস্পতিবার জানান, ‘‘রায়ের বিরুদ্ধে আপিলের কাগজপত্র আমরা তৈরি করেছি। আগামী রোববারই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হবে।’’

এদিকে রাষ্ট্রপক্ষের পরদিন সোমবার ৪ মার্চ আসামিপক্ষও এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তারা যাবজ্জীবন সাজা বাতিল করে খালাসের আবেদন করবেন বলে গত সোমবার জানিয়েছিলেন কাদের মোল্লার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।  

এম কে রহমান জানান, কাদের মোল্লার বিরুদ্ধে ১, ২, ৩ নম্বর অভিযোগের জন্য ১৫ বছরের কারাদণ্ডাদেশ এবং ৫ ও ৬ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে প্রতিটি অভিযোগের বিপরীতে মৃত্যুদণ্ড চাইবেন। অন্যদিকে চতুর্থ অভিযোগ থেকে তাকে অব্যাহতি ও খালাস দেওয়া সমীচীন হয়নি বলে যুক্তি তুলে ধরে সেটিতেও মৃত্যুদণ্ড চাইবেন তারা।

অন্যদিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, ‘‘এ মামলায় আমরা যেসব সাক্ষ্য, তথ্য-প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন করেছিলাম, তাতে কাদের মোল্লার খালাস পাওয়া উচিৎ ছিল। রাষ্ট্রপক্ষের আনা সাক্ষ্য-প্রমাণে তাকে দোষী প্রমাণ করার মতো উপকরণের ছিটেফোটাও খুঁজে পাওয়া যায়নি। তাই যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাতিল করে খালাসের জন্য আপিল করবো।’’

এদিকে রাষ্ট্রপক্ষকে এ আপিলের শুনানিতে সহযোগিতা করবেন সাবেক বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে আপিল শুনানিতে নেতৃত্ব দেওয়া অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এ তথ্য জানিয়েছেন গত শনিবার।

গত ১৯ ফেব্রুয়ারি আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেলও এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে বলে জানিয়েছিলেন।
 
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে গত ৫ ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে ট্রাইব্যুনাল তাকে ৫টি অপরাধে দায়ী করলেও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ডাদেশ না দেওয়ায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেওয়ায় সাজা বাড়ানোর লক্ষ্যে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন রাষ্ট্রপক্ষ।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর বিধান অনুসারে রায় ঘোষণার এক মাস অর্থাৎ ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। সে হিসেবে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করার শেষ দিন আগামী মঙ্গলবার ৫ মার্চ।

কাদের মোল্লার বিরুদ্ধে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, ছাত্র ও আইনজীবীসহ আরো অনেককে হত্যার মোট ৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল এসব অপরাধের দুইটিতে তাকে যাবজ্জীবন কারদণ্ড ও তিনটি অপরাধে ১৫ বছরের সাজা দেন। তবে ট্রাইব্যুনাল তার রায়ে বলেন, ঘটনা ঘটলেও ৪ নম্বর অভিযোগ কেরাণীগঞ্জের ঘাটারচর গণহত্যার অভিযোগের সঙ্গে কাদের মোল্লার সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেননি রাষ্ট্রপক্ষ। তাই তাকে এ অভিযোগ থেকে খালাস দেন ট্রাইব্যুনাল।

তবে ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের বিধান ছিল না। শুধু যে কোনো খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন প্রসিকিউশন।

আইনের এ অসামঞ্জস্যতা দূর করতে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাস করা হয় ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’।

এর ফলে বাদী-বিবাদী ছাড়াও সরকারও রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি এ বিলের অনুমোদন দেওয়ায় তা আইনে পরিণত হয়েছে।

 ফেব্রুয়ারি ২৮, ২০১৩

শেয়ার করুন