বগুড়া: বগুড়া শহরের নারুলী, চারমাথা-গোদারপাড়া ও কলোনিসহ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর বেলা সোয়া ২টা থেকে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, ৠাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র (এপিবিএন) সংঘর্ষ চলাকালে বিকেল সোয়া ৩টা পর্যন্ত ছয়জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে শিবিরের প্রচার বিভাগ থেকে দাবি করা হয়েছে।
তবে বিকেল ৩টা ১৮ মিনিটে বাংলানিউজের কাছে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।
অন্যদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে জেলা প্রশাসন।
এর আগে বিকেল সোয়া ৩টায় বিজিবি নামানোর কথা স্বীকার করে বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বাংলানিউজকে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিজিবিকে টহলে রাখা হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত উল্লেখিত স্থানগুলোতে সংঘর্ষ চলছিল।
ফেব্রুয়ারি ২৮, ২০১৩