হবিগঞ্জের মাধবপুর সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
327
Print Friendly, PDF & Email

হবিগঞ্জ: হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩০) ও হবিগঞ্জের লাখাই উপজেলার শালদিঘা গ্রামের মৃত হুকুম আলীর ছেলে তাউস মিয়া (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে লাখাইগামী একটি যাত্রীবাহী লোকাল বাস  মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে বাম পাশের একটি চাকা খুলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান,   অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বিনা ময়না তদন্তে লাশ দুইটি বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।
 ফেব্রুয়ারি ২৮, ২০১৩

শেয়ার করুন