রংপুর: রংপুরের মিঠাপুকুরে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় রায় ঘোষণার পর মিঠাপুকুর বাজারে এ ঘটনা ঘটে।
এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে।
রংপুর মহানগর শিবিরের সভাপতি মুস্তাক জানান, নিহত দুইজন শিবির কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রংপুর-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশ তাতে বাধা দেয়। এরপর জামায়াত কর্মীরা পুলিশের হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
পীরগাছা উপজেলায় জামায়াত-শিবিরের হামলায় উপপরিদর্শক (এসআই) মিজান গুলিবিদ্ধ হয়েছে।
ফেব্রুয়ারি ২৮, ২০১৩