রক্তচক্ষু, উস্কানি ভেঙে দিলো নতুন প্রজন্ম-সুরঞ্জিত

0
673
Print Friendly, PDF & Email

ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় মৃত্যুদণ্ড ঘোষণার পর  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বাংলানিউজকে বলেছেন, “যেটা বাস্তবায়ন হতে যাচ্ছে, এটাই স্বাভাবিক ছিল। সব আপসকামিতা, রক্তচক্ষু, উস্কানি ভেঙে দিলো নতুন প্রজন্ম।”

আগামীতে নতুন প্রজন্ম আরও সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

সুরঞ্জিত বলেন, “যত দিন যাবে, স্বাধীনতা তত উজ্জ্বল হবে। আগামীতে কোনো যুদ্ধাপরাধীই রেহাই পাবে না।”

কেবল যুদ্ধাপরাধী নয়, যুদ্ধাপরাধীদের সব প্রতিষ্ঠান, রাজনৈতিক দলেরও বিচার হতে হবে, তাদের নিষিদ্ধ করতে হবে বলে মত প্রকাশ করেন সুরঞ্জিত।

তিনি বলেন, “যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি, গেস্টাপোসহ অন্যান্য অপরাধী সংগঠনকে বিচার করে নিষিদ্ধ করা হয়েছিল, জামায়াত-শিবিরকেও তেমনি আইন করে নিষিদ্ধ করতে হবে। তাদের বিচার করতে হবে।”

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ রায়কে স্বাগত জানাই।”

 ফেব্রুয়ারি ২৮, ২০১৩

শেয়ার করুন