ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দেওয়ার পর মুখে কুলুপ এঁটেছেন প্রধান বিরোধী দল বিএনপির নেতারা।
এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। এছাড়া স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে ফোন করা হলে মাত্র তিনজন ফোন রিসিভ করেছেন।
তবে তাদের কেউই সাঈদীর রায় নিয়ে কোন কথা বলতে রাজি হন নি।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারি না। আমি একটি দল করি। এ সম্পর্কে কিছু বলার থাকলে মহাসচিব বলবেন।”
স্থায়ী কমিটির অপর সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, “আমি এখন দিনাজপুরে। টেলিফোনে কথা ভালো করে শুনতে পাচ্ছি না। শুনেছি ফাঁসি হয়েছে। তবে পুরো রায় সম্পর্কে এখনও কিছু জানি না। মহাসচিব এ সম্পর্কে বিস্তারিত জানাবেন।”
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন বলেন, “আমাকে বিপদে ফেলবেন না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে কথা বলবেন দলের মহাসচিব।”
ফেব্রুয়ারি ২৮, ২০১৩