ডেস্ক রিপোর্ট: গাজীপুরসদরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীর গুলিতেগোয়েন্দা পুলিশের (ডিবি) মো. হাসান (৪০) নামের একজন উপপরিদর্শক (এসআই) আহতহয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ভোগড়ার বর্ষা সিনেমা হলেরসামনে এই ঘটনা ঘটে। হাসানের বাম চিবুকে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায়তাঁকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেপাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে ওই এলাকায়টহল দল নিয়ে এসআই হাসান দায়িত্ব পালন করছিলেন। সকাল ছয়টার দিকে বর্ষাসিনেমা হলের সামনে একটি প্রাইভেট কার চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেলের দুই আরোহী পড়ে যায়। পরে প্রাইভেট কার থেকে কয়েকজনযুবক নেমে মোটরসাইকেলের আরোহীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময়পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিছোড়ে। একটি গুলি এসআই মো. হাসানের বাম চিবুকে লাগে। পরে পুলিশ পাল্টা গুলিছুড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। হাসান বর্তমানে ঢাকার অ্যাপোলোহাসপাতালে চিকিত্সাধীন আছেন।
গাজীপুর সদর হাসপাতালের চিকিত্সক মো. আবুল কালাম আজাদ জানান, হাসান এখন শঙ্কামুক্ত।
গাজীপুরেরঅতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
২৮ফেব্রুয়ারী/নিউজরুম