সিলেটে শুরু হয়েছে একুশে বইমেলা

0
250
Print Friendly, PDF & Email

২৮ ফেব্রুয়ারি, ২০১৩: বইহোক জাগরণের সাথী-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বুধবার শুরু হয়েছেএকুশে বইমেলামেলা উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১ টায় এক গ্রন্থশোভাযাত্রার আয়োজন করা হয়পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়েশোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট পুলিশ লাইনস মাঠে গিয়েশেষ হয়পরে সেখানে মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসিলেট জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় বারের মতো এ আয়োজনকরা হচ্ছেজেলা পুলিশলাইনস মাঠে আয়োজিত এ মেলার সহযোগিতা করছে বাংলাদেশপুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতি,সিলেট জেলা শাখা

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবেচারদিন ব্যাপী এমেলা শেষ হবে শনিবারমেলায় এবার ২৭ স্টল অংশ নিচ্ছেউদ্বোধনী অনুষ্ঠানেবক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, সিলেট রেঞ্জেরডিআইজি মকবুল হোসেন ভুঁইয়া, সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন,সিলেটেরসিভিল সার্জন ডা.কামরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার সভাপতি সিরাজুলইসলাম

 

শেয়ার করুন