১২০পৃষ্ঠার রায় ঘোষণা শুরু

0
745
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট: সাঈদীর মামলার ১২০পৃষ্ঠার  ২য় পাঠ পড়া হচ্ছে , সার সংক্ষেপেবিচারপতি জাহাঙ্গীর হোসেন ২য় পাঠ পড়ছেনসাঈদীরমামলার ১২০পৃষ্ঠার রায় ঘোষণা শুরু,পড়া হচ্ছে সার সংক্ষেপ বিচারপতিআনোয়ারুল হক মামলার সার সংক্ষেপ পাঠ করেন সকাল সোয়া ১১টায় এই কার্যক্রমশুরু হয়তবে আদালতে সাঈদীর পক্ষের কোন আইনজীবী  উপস্থিত নেইশুধু৪জন জুনিয়র আইনজীবী ও তার ছেলে উপস্থিত রয়েছেন  একাত্তরে মানবতাবিরোধীঅপরাধে অভিযুক্ত জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিকট্রাইব্যুনালে সকালে নিয়ে আসা হয় তার মামলার রায় ঘোষণা করা  যেকোনমুহূর্তে বুধবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলেকবীরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেএর আগে গত ২৯ জানুয়ারি মামলার যুক্তিতর্ক শেষ করে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) তে রেখে দেয়া হয়তারওআগে গত বছরের ৬ ডিসেম্বর এই মামলা কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় ছিলকিন্তু ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে বিচারপতিনিজামুল হক সরে দাঁড়ানপরে বিচারপতি এটিএম ফজলে কবীরকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়এরপরআসামিপক্ষ মামলাটি পুনর্বিচারের আবেদন করেগত ৩ জানুয়ারি ট্রাইব্যুনালপুনর্বিচারের আবেদন খারিজ করে নতুন করে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন
উল্লেখ্য, ২০১১ সালের ৭ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়রাষ্ট্রপক্ষের ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের ১৭ জন সাক্ষীরসাক্ষ্য নেয়া হয়আর গত বছরের ২৩ অক্টোবর দুই পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দুইপক্ষ যুক্তি উপস্থাপন করে

 

 

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন