ডেস্ক রিপোর্ট: সাঈদীর মামলার ১২০পৃষ্ঠার ২য় পাঠ পড়া হচ্ছে , সার সংক্ষেপে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ২য় পাঠ পড়ছেন।সাঈদীরমামলার ১২০পৃষ্ঠার রায় ঘোষণা শুরু,পড়া হচ্ছে সার সংক্ষেপ ।বিচারপতিআনোয়ারুল হক মামলার সার সংক্ষেপ পাঠ করেন । সকাল সোয়া ১১টায় এই কার্যক্রমশুরু হয়।তবে আদালতে সাঈদীর পক্ষের কোন আইনজীবী উপস্থিত নেই। শুধু৪জন জুনিয়র আইনজীবী ও তার ছেলে উপস্থিত রয়েছেন। একাত্তরে মানবতাবিরোধীঅপরাধে অভিযুক্ত জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিকট্রাইব্যুনালে সকালে নিয়ে আসা হয় ।তার মামলার রায় ঘোষণা করা যেকোনমুহূর্তে । বুধবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলেকবীরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করে।এর আগে গত ২৯ জানুয়ারি মামলার যুক্তিতর্ক শেষ করে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) তে রেখে দেয়া হয়।তারওআগে গত বছরের ৬ ডিসেম্বর এই মামলা কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় ছিল।কিন্তু ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে বিচারপতিনিজামুল হক সরে দাঁড়ান।পরে বিচারপতি এটিএম ফজলে কবীরকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।এরপরআসামিপক্ষ মামলাটি পুনর্বিচারের আবেদন করে। গত ৩ জানুয়ারি ট্রাইব্যুনালপুনর্বিচারের আবেদন খারিজ করে নতুন করে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।রাষ্ট্রপক্ষের ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের ১৭ জন সাক্ষীরসাক্ষ্য নেয়া হয়। আর গত বছরের ২৩ অক্টোবর দুই পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ৫নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দুইপক্ষ যুক্তি উপস্থাপন করে।
২৮ফেব্রুয়ারী/নিউজরুম