ব্যবসা ও অর্থনীতিডেস্ক: জামায়াতের ডাকা হরতালের মধ্যে আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার পর থেকে লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসই এক্স ও সাধারণ সূচকের দুটিই কমেছে। বেলা সাড়ে এগারোটায় এই প্রতিবেদন লেখার সময় ডিএসই এক্স সূচক ৩.৯৪- পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৩৯৫২ পয়েন্টে। পাশাপাশি ডিএসই সাধারণ সূচক ৪.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৩৯৫২ পয়েন্টে। এসময় ডিএসইতে ২১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিকে, সূচকের নিম্নমুখী প্রবণতার পাশাপাশি ডিএসইতে এসময় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। লেনদেন হওয়া মোট ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৮২টির, বেড়েছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
ডিএসইতে এই মুহূর্তে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, অ্যারগন ডেনিমস, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং বেক্সিমকো লিমিটেড।
২৮ ফেব্রুয়ারী/নিউজরুম