‘হোয়াট মোস্ট স্কুল ডোন্ট টিচ’

0
177
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মাইক্রোসফটেরচেয়ারম্যান বিল গেটস, সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রধাননির্বাহী মার্ক জাকারবার্গ, টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সে, ড্রপবক্সের প্রতিষ্ঠাতা ড্রিউ হিউস্টন এবার আহ্বান জানালেন বিদ্যালয়পর্যায়ে প্রোগ্রামিং শিক্ষাকার্যক্রম চালু করারকম্পিউটার প্রোগ্রামিংশিক্ষাকে ছড়িয়ে দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া কোড ডট অর্গের (www.code.org) আয়োজনে এক ভিডিও বার্তায় বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিংশেখার বিষয়টি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা বিভিন্নপ্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধানেরা
হোয়াট মোস্ট স্কুলডোন্ট টিচশীর্ষক এ ভিডিওতে প্রযুক্তি দুনিয়ার সেরা ব্যক্তিদের পাশাপাশিকথা বলেছেন ফেসবুকের প্রথম মহিলা প্রকৌশলী রুচি সাংভিওভিডিওতে সবাইবিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর প্রয়োজনীয়তার কথাতুলে ধরেনতবে শুধু তথ্যপ্রযুক্তি জগতের মানুষই নন, মিয়ামি হেট বাস্কেটবলদলের সদস্য ক্রিস বোসও বিদ্যালয় শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর কথাবলেছেন
ফেসবুক, ড্রপবক্সের একসময়ের বিনিয়োগকারী হ্যাডি পার্টভি শুরুকরেছেন কোড ডট অর্গের নামের এ উদ্যোগটিমূলত প্রোগ্রামিংকে জনপ্রিয় করতেএবং ধীরে ধীরে মেধাবী প্রোগ্রামার কমতে থাকায় এমন উদ্যোগ নিয়েছেন বলে জানানতিনিএ ছাড়া অনেক বিদ্যালয়ে প্রোগ্রামিং বিষয়ে পড়ানোই হয় না, এমনকি বলাওহয় না! কোর্ড ডট অর্গের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেইএতে আগ্রহীব্যক্তিরা নিবন্ধন করে নিজেও এ উদ্যোগকে সমর্থন জানাতে পারবেন

 

 

 

২৮ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন