চার্জ দিলেই এক মাস

0
160
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্: ফিনল্যান্ডেরমোবাইল ফোন নির্মাতা নকিয়া নতুন একটি ফিচার ফোন এনেছে যা একবার চার্জদিলেই এক মাসের বেশি সময় চলবে২৫ ফেব্রুয়ারি থেকে বার্সেলোনায় শুরুহওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ১৫ ইউরো দামের এ মোবাইল ফোনটির ঘোষণাদিয়েছে নকিয়া
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, এবারের মোবাইলওয়ার্ল্ড কংগ্রেস নামের মোবাইল মেলায় এলজি, এইচপি, হুয়াউয়ে, স্যামসাংযখন নতুন স্মার্ট পণ্য নিয়ে হাজির হয়েছে সেখানে নকিয়া এনেছে সাশ্রয়ীদামের স্মার্টফোন
নকিয়ার দাবি, ‘নকিয়া ১০৫মডেলের এ মোবাইল ফোনটিচালু রাখতে মাসে একবার চার্জ দিলেই চলবে১.৪৫ ইঞ্চি মাপের টিএফটিস্ক্রিনের এ ফোনটিতে কোনো ক্যামেরা নেইতবে টক টাইম সাড়ে ১২ ঘণ্টাফ্ল্যাশলাইট, এফএম রেডিওর মত ফিচারের সঙ্গে ধুলা প্রতিরোধী কি-প্যাডব্যবহার করেছে নকিয়া
নকিয়া কর্তৃপক্ষের ভাষ্য, শুধু বেশি দামেরকারণে পৃথিবীর ২৭০ কোটি মানুষের স্মার্টফোন কেনার সামর্থ্য নেইঅথচ এমানুষগুলোর মোবাইল হলে চলেদুর্যোগ বা জরুরি অবস্থার জন্যই দীর্ঘক্ষণচার্জ থাকে এমন ফিচার ফোন তৈরি করেছে নকিয়া
শিগগিরই ইউরোপ ও এশিয়ার বাজারে নকিয়া ১০৫ফোন বাজারে আনবে প্রতিষ্ঠানটি
প্রসঙ্গত, নকিয়া ১০৫ ফিচার ফোন ছাড়াও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেইন্টারনেট ব্রাউজ ও ক্যামেরা সুবিধার নকিয়া ৩০১মডেলের ফোনের ঘোষণাদিয়েছেএ ছাড়াও উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর লুমিয়াব্র্যান্ডের ৭২০ ও ৫২০ নামে দুটি মডেলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি
লুমিয়া ৫২০ মডেলটির দাম হবে ১৩৯ ইউরো এবং লুমিয়া ৭২০ মডেলটির দাম হবে ২৪৯ ইউরো
নকিয়ার একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বাজারে অন্যপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে উইন্ডোজ ৮সফটওয়্যারনির্ভর স্মার্টফোনগুলোর দাম কমানো ও সাশ্রয়ী ফোন তৈরি করবেনকিয়াস্মার্টফোনের বাজারে চীনের তৈরি সাশ্রয়ী মোবাইল ফোনগুলোর সঙ্গেপ্রতিদ্বন্দ্বিতা করতে নতুন পথে হাঁটতে শুরু করছে ফিনল্যান্ডের মোবাইল ফোননির্মাতা নকিয়া
বাজার বিশ্লেষকেদের ভাষ্য, নকিয়ার স্মার্টফোনের দাম২০০ ডলার থেকে শুরুআর বেশি দামের স্মার্টফোনের কারণে এক সময়ের জনপ্রিয়নকিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা
২০১২ সালের শেষ তিন মাসেমাত্র ৪৪ লাখ লুমিয়া স্মার্টফোন বিক্রি করতে পেরেছে নকিয়া

 

 

 

২৮ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন