বিজ্ঞান ও প্রযুক্তি: টাচস্ক্রিনসুবিধার স্মার্টফোনে ফটোশপ ব্যবহার করার সুবিধা যুক্ত করছে অ্যাডোবি।স্মার্টফোনের মেমোরিতে স্বল্প জায়গা দখল করবে ফটোশপের নতুন সংস্করণ।অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনে ব্যবহূত ফটোশপেরনতুন এ সংস্করণটির নাম হবে ‘ফটোশপ টাচ’।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটসিনেটের একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ও আইফোনে ফটোশপ টাচব্যবহূত হবে। তবে উইন্ডোজ ফোনে কবে নাগাদ আসবে তা এখনও ঠিক করেনি অ্যাডোবিকর্তৃপক্ষ।
ফটোশপের স্মার্টফোন সংস্করণে ইউজার ইন্টারফেসে পরিবর্তনএনেছে অ্যাডোবি। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন আকারে ফটোশপ সফটওয়্যারটিডাউনলোড করতে অর্থ খরচ করতে হবে।
২৮ ফেব্রুয়ারী/নিউজরুম