বিনোদন ডেস্ক:‘এক দোতিন’ তেজাব ছবির সেই গানের সঙ্গে মাধুরী দীক্ষিতের নাচের কথা মনে আছে? ভিডিও দেখে অনেকেই চেষ্টা করতেন তেমন নাচতে। এবার মাধুরীর কাছ থেকেই শিখেনিতে পারবেন সেই নাচ।
অনলাইন নাচের স্কুল খুলছেন মাধুরী দীক্ষিত নেনে।‘ড্যান্স উইথ মাধুরী’ নামের এই একাডেমিতে আপনি যোগ দিতে পারবেন আপনারফেসবুক, ইয়াহু বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে।
মাধুরী বললেন, ‘এইএকাডেমির মাধ্যমে আমি আমার সব ভক্ত আর নাচপাগল মানুষের কাছে পৌঁছাতে চাই।’ টিএনএন।
২৮ ফেব্রুয়ারী/নিউজরুম