স্পোর্টস ডেস্ক: ঠিক যেনকোনো ক্রাইম থ্রিলার। অস্কার পিস্টোরিয়াসের ‘বান্ধবী হত্যা’ উপাখ্যানেরপ্রতিটি পাতাই উপহার দিচ্ছে নতুন নতুন চমক। সোমবারই যেমন শোনা গেল মৃত্যুরসময় অন্তঃসত্ত্বা ছিলেন রিভা স্টিনক্যাম্প। যুক্তরাষ্ট্রের একটিসুপারমার্কেট ট্যাবলয়েড দ্য ন্যাশনাল এনকোয়ারার জানাল পিস্টোরিয়াসের বাবাহওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থার একজন নাকিএনকোয়ারকে জানিয়েছে ঘটনার রাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা স্টিনক্যাম্পজানাতেই উত্তেজিত হয়ে পড়েন ‘ব্লেড রানার’। স্টিনক্যাম্প প্রতারণা করেছেন, সম্পর্ক গড়েছেন আরেকজনের সঙ্গে, এই অভিযোগ নাকি তুলেছিলেন পিস্টোরিয়াস। আরএর পর কথা-কাটাকাটির এক পর্যায়েই ওই ঘটনা।
তবে কাল স্টিনক্যাম্পেরপরিবার রিভার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটাকে অস্বীকার করেছে। রিভার চাচা মাইকস্টিনক্যাম্প প্রতিবেদনটির সত্যাসত্য নিয়ে প্রশ্ন তুলে বলেছেন এমনটা হলেরিভার মা অবশ্যই জানতেন। দক্ষিণ আফ্রিকান সংবাদপত্র টাইমস লাইভকে মাইকজানিয়েছেন, ‘রিভা অন্তঃসত্ত্বা হলে ময়নাতদন্তে অবশ্যই সেটা বেরিয়ে আসত।কিন্তু এটা তো এমন কিছুই দেখায়নি।’ এ ছাড়া এখন সহানুভূতি পেতেই এমনগাল-গল্পের বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন মাইক।
আসল ঘটনা যা-ই হোক, হত্যাকাণ্ডের পর থেকেই মুহ্যমান পিস্টোরিয়াস। পরশু নাকি চাচার বাড়িতেপারিবারিক এক স্মৃতিচারণা অনুষ্ঠানেরও আয়োজন করেন পা-হীন এই অ্যাথলেট।জামিন পাওয়ার পর থেকে প্রিটোরিয়ায় চাচার বাড়িতেই আছেন পিস্টোরিয়াস। গোপনেআয়োজিত এই অনুষ্ঠানের খবর ফাঁস করেছে স্কাই নিউজ। এর পরই পিস্টোরিয়াসেরমুখপাত্র বিবৃতিতে জানিয়ে দেয় সত্যিই হয়েছে অনুষ্ঠানটা। ওয়েবসাইট।
২৮ ফেব্রুয়ারী/নিউজরুম