‘আগে জানো, তুমি কে?

0
200
Print Friendly, PDF & Email

২৮ ফেব্রুয়ারি, ২০১৩:জানিই তো জেমস বন্ড কোনো দিন মরবে নাতাহলে সেই সিনেমাটা আমি কেন দেখব?’
ঠিকই তো! সাক্ষাকার নিতে এসে নিজেরাই প্রশ্নের মুখে পড়লাম
আর্টহাউস ধারার সিনেমা যেমন করেছেন, তেমনি সম্প্রতি তাঁর বিশ্বরূপম ব্যবসাকরেছে ১০০ কোটি রুপির ওপরেচিত্রনাট্য নির্বাচন করেন কী ভেবে? এমনপ্রশ্নের এই উত্তর রাহুল বোসেরপক্ষপাত তাঁর আর্ট ফিল্মেইপরে কী হবে, ঘটনা কোন দিকে যাচ্ছেএ ধরনের ছবিতে তা আগেভাগেই বলে দেওয়া যায় নাধরনের ছবিতে অভিনয়ের মজাই আলাদাআই উইল অলওয়েজ গো ফর আর্টহাউসবললেনতিনি
তাহলে বিশ্বরূপম? বলা যায়, রাহুল বোসের প্রথম অ্যাকশন ছবিওটাতো কমল হাসানের জন্য করেছিআর ৩০ বছর ধরে রাগবি খেলার পর মনে হয়েছেঅ্যাকশনটা আমি ভালোই করতে পারব
অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন অনেক, তবে সুপারহিট বলতে যা বোঝায়, তা হয়েছে বিশ্বরূপমআরে দর্শক তো কমলহাসানকে দেখতে এসেছেআমি এ ছবিতে না থাকলেও কিছু যেত-আসত নাএমনই মনেকরেন রাহুল
২০০১-এ প্রথম সিনেমা পরিচালনা করেছিলেন তিনিতাঁরপরিচালিত এভরিবডি সেইস আম ফাইনছবিটি প্রদর্শিত হয়েছিল টরন্টো চলচ্চিত্রসবেএরপর এখন কাজ করছেন মথ স্মোক নিয়েপাকিস্তানি ঔপন্যাসিক মহসিনহামিদির এই উপন্যাসটি নিয়ে ছবি বানাচ্ছেন রাহুলপ্রযোজনা করবেন অনুরাগকশ্যপ, জানালেন তিনিতবে এ ছবির মূল চরিত্রটি একজন অভিনেতার কাছে যথেষ্টলোভনীয় হলেও রাহুল চান পরিচালনাতেই মন দিতে
চাকরি হারানো, বন্ধুরস্ত্রীর প্রেমে পড়া, আস্তে আস্তে ডুবে যাওয়া মাদকের জগতেএমনই এক মানুষেরজীবন নিয়ে এগিয়েছে এর কাহিনিমথ স্মোক-এর মূল চরিত্রের জন্য খুব খাটতেহবেমেকআপ, কস্টিউম, অভিনয়, পরিচালনা এত কিছুর চিন্তা এখন মাথায় নিতেচাই নাশুধু পরিচালনাই করতে চাই এই ছবিতেবলেন তিনি
আসছে সুমনমুখোপাধ্যায়ের সিনেমা শেষের কবিতাআর অমিত-লাবণ্য রূপে অভিনয় করবেনরাহুল বোস ও কঙ্কণা সেন শর্মাতবে কেমন হতে যাচ্ছে এই সিনেমা, মূলউপন্যাসের মতোই কি চিত্রনাট্য থাকবে, এসব প্রশ্নের এখনই উত্তর দিতে নারাজরাহুলএসব জানতে হলে সিনেমাটা দেখতে হবেসোজাসাপ্টা জবাব তাঁর
অ্যাকটিভিস্ট হিসেবেও রাহুল বোস সক্রিয়নিজের এনজিও দ্য ফাউন্ডেশন’-এরমাধ্যমে তো বটেই, যুক্ত আছেন অক্সফাম, ‘নর্মদা বাঁচাওআন্দোলনের সঙ্গেওবছরে ৩৫-৪০টি স্কুল-কলেজে যাই আমিশিক্ষার্থীদের সঙ্গে কথা বলিকী ঘটছেচারপাশে, তা বোঝার এটাই সবচেয়ে ভালো উপায়নিজের দেশটাকে আবিষ্কার করিআমি এভাবেইবললেন তিনি
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অতিথিহিসেবে বক্তব্য রেখেছেন রাহুলআজকের এই সমাবর্তনের পরই কিন্তু ওদের নতুনএকটা জীবন শুরু হবেসেটাই বাস্তব জীবনসেই জীবনের প্রস্তুতি তারা কীভাবেনেবে, সেটা তো তাদের জানাতে হবেআমি বলেছি, জীবনে অবশ্যই একটা বিশ্বাসথাকতে হবেতুমি কিসে বিশ্বাস করো, সেটা তুমি আগে ঠিক করোতুমি বন্ধুত্বেবিশ্বাস করো, নাকি ভালোবাসায়, নাকি ন্যায়বিচারে? এ রকম যেকোনো একটাবিশ্বাস তো তোমার থাকতেই হবেতারপর সেই অনুযায়ী তোমার জীবন সাজাবেআগেজানো, তুমি কেআমার জীবনের সেই সময়ে এমন কথাগুলো যদি কেউ আমাকে বলেদিতেন

 

শেয়ার করুন