হরতালে সহিংসতা ঠেকাতে মাঠে নেমেছে বিজিবি

0
126
Print Friendly, PDF & Email

ঢাকা: জামায়াত-শিবিরের সহিংসতা ঠেকাতে হরতালের আগের দিন রাজধানীর রাস্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নামছে।

বুধবার রাত ৮টায় বিজিবির ৪০টি প্লাটুন ঢাকার রাজপথে টহলে নামছে। বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত-শিবির।

ঢাকা মহানগর পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, পুলিশ ও র‌্যাবকে সহযোগিতা করার জন্য বিজিবি সদস্যদের নামানো হচ্ছে।

প্রসঙ্গত, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় বৃহস্পতিবার দেবেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিনই সারা দেশে হরতাল ডেকেছে জামায়াত।

এদিকে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে টানা ২৩ দিনের মতো গণজাগরণ চত্বরের বিক্ষোভ চলছে। বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে মতিঝিলের শাপলা চত্বরে।

রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও গাবতলী থেকে সায়েন্সল্যাব, আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট, শাহবাগ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত বিজিবি সদস্যরা বুধবার ৮টা থেকে মোতায়েন থাকবে।

এছাড়া রাতে পুলিশের সঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নেবে তারা।

উল্লেখ্য, এর আগেও জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার দিন হরতাল দিয়েছিলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানিদের হয়ে ব্যাপক বর্বরতা চালানো জামায়াত।
ফেব্রুয়ারি ২৭, ২০১৩

শেয়ার করুন