নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় বুধবার ট্রাকের ধাক্কায় আব্দুল মতিন (২৫) নামে এক যুবক নিহত এবং সেন্টু (২৪) অপর একজন আহত হয়।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার চৌগ্রাম জোরব্রীজ এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন সিংড়া শহরের দক্ষিন দমদমা গ্রামের রাজেন সরদারের ছেলে। আহত সেন্টু একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। হতাহতরা মোটর সাইকেল যোগে চৌগ্রাম যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়,বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে আব্দুল মতিন ও সেন্টু মোটর সাইকেলে চৌগ্রামে যাচ্ছিল। পথে চৌগ্রাম জোরব্রীজের কাছে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (যশোহর-ট-১১-২৮২৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মতিন মারা যায়। গুরুতর আহত সেন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ঘাতক ট্রাককে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদনা আলীনাজ 27/02/13