আ’লীগ রাতের অন্ধকারে নিজ দলের কর্মিকে হত্যা করে অন্যর উপর দোষ চাপায়: বরকত উল্লাহ বুলু

0
139
Print Friendly, PDF & Email

আনোয়ার হোসেন আলীরাজ:  বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে নিজ দলের কর্মিকে হত্যা করে দুলু’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। আগামী নির্বাচনে নিজেদের ভরাডুবি বুঝতে পেরেছে তারা। তাই নাটোরের জনপ্রিয় নেতা দুলুর বিরুদ্ধে মানুষ হত্যার মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রেখেছে। ষড়যন্ত্রমূলক মামলা আর অপবাদ দিয়ে দুলুকে নাটোরবাসীর হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।

১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল উপলক্ষে বুধবার নাটোরে অনুষ্ঠিত জেলা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।

  সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিনুল হক, সহ সভাপতি ও দুলু’র সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, সিংড়া পৌর মেয়র শামীম আল রাজি, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, সিরাজুল ইসলাম,সাবেক সংসদ সদস্য বেগম সুফিয়া হক, রহিম নেওয়াজ, রুহুল আমিন তালুকদার টগর, লালপুর  উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাষ্টার,বাগাতীপাড়া উপজেলা চেয়ারম্যান নওশের আলী বাদশা,  বাগাতীপাড়ার পৌর মেয়র মোশারফ হোসেন, গোলাম সারোয়ার, মোস্তাফিজুর রহমান শাহীন, আব্দুল লতিফ,জহির উদ্দীন জহির,  যুবদল নেতা বাবুল চৌধুরী , শহিদুল ইসলাম লিটন প্রমুখ।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজশাহী যাওয়ার পথে নাটোরে যাত্রা বিরতি করেন। এসময় তিনি শহরের আলাইপুরস্থ বাসভবনে কারাগারে আটক বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মনী ছাবিনা ইয়াসমিন ছবির সাথে দেখা করে পরিবারের খোঁজখবর নেন।

শেয়ার করুন