লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ আহত

0
295
Print Friendly, PDF & Email

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরী এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার দুপুরের এ ঘটনায় পুলিশ ওই এলাকার মতিন বাহিনীর প্রধান মতিনসহ দু’জনকে অস্ত্রসহ আটক করেছে।

গুলিবিদ্ধ তিনজন হলেন পুলিশ কনস্টেবল মো. সলেমান, মো. আলী ও নুর আলম গুলিবিদ্ধ হন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দত্তপাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা দক্ষিণ মাগুরী গ্রামের মতিন বাহিনীর আস্তানা ঘেরাও করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাহিনীর সদস্যরা পুলিশের ওপর এলোপাথারি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

গুরুতর অবস্থায় এদের প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, ঝাঁকে ঝাঁকে গুলি আর প্রচণ্ড শব্দে প্রাণভয়ে স্থানীয় লোকজন পালাতে শুরু করে।

খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা থেকে পর্যাপ্ত পুলিশ এসে ওই অভিযানে অংশ নেয়। পরে অস্ত্রসহ সন্ত্রাসী মতিন ও তার এক সহযোগীকে পুলিশ আটক করে।

পুলিশ জানায়, মতিন বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।  

 ফেব্রুয়ারি ২৭, ২০১৩   

শেয়ার করুন