মতিঝিল : জামায়াত-শিবিরের হরতাল প্রতিহত করার দেওয়া হয়েছে মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে। বুধবার বিকেলে গণজাগরণ মঞ্চের নেতারা এ ঘোষণা দেন।
বৃহস্পতিবারের হরতাল প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “আপনারা রাস্তায় যানবাহন বের করবেন, দোকান-পাট খুলবেন। আর বসে থাকার সময় নেই। হরতালকারীদের প্রতিহত করতে হবে।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান যুদ্ধাপরাধীদের রক্ষার এই হরতাল প্রতিহত করার জন্য আজ (বুধবার) থেকেই শাহবাগে থাকার ঘোষণা দেন।
শাহবাগের জাগরণ চত্বরে সবাইকে অংশ নেওয়ারও অনুরোধ জানানো হয়।
দেলোয়ার হোসাইন সাইদীর মামলার রায় ফাঁসি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “জনতার রায় বুঝতে হবে। এর অন্যথা হলে আমরা মেনে নেবে না।”
ফেব্রুয়ারি ২৭, ২০১৩