ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে দু’জনকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মহীউদ্দীন খান বলেন, “এই দু’জনের ডিএনএর সঙ্গে সন্দেহভাজন অপরাধীদের ডিএনএ পরীক্ষা করে অপরাধীকে সনাক্ত করা হবে।”
পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে ৯ দফা দাবি নিয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাগর-রুনি হত্যকাণ্ডের ঘটনায় যে ছুরি ব্যবহার করা হয়েছিল এবং কাপড়ের অংশ আলমত হিসেবে ডিএনএ পরীক্ষার জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল। এতে দু’জনের ডিএনএ সনাক্ত হয়েছে।”
তিনি বলেন, “অপরাধী সনাক্ত করতে এই ডিএনএর সঙ্গে মিল আছে কিনা-তা পরীক্ষা করতে সম্ভাব্য অপরাধীদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। সম্ভাব্য অপরাধীদের ডিএনএর সঙ্গে মিলিয়ে অপরাধীদের সনাক্ত করা হবে।”
ফেব্রুয়ারি ২৭, ২০১৩