রংপুর: আওয়ামী লীগ নেতাকে রাজাকার বলায় দায়ের করা মানহানির মামলায় কাদের সিদ্দিকীর নামে সমন জারি করেছেন আদালত।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম আশিকুর রহমানকে রাজাকার বলায় মামলাটি দায়ের করা হয়।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আকতার জাহাঙ্গীর ওরফে তুহিন রংপুর চিফ জুডিশিয়াল আলাদলের বিচারক মনসুর আলীর আদালতে এ মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত কাদের সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করে তাকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৯ ফেব্রুয়ারি ‘‘রাজাকারের উকিল নোটিশ’’ শিরোনামে খোলা কলম বিভাগে একটি লেখা প্রকাশিত হয়। যাতে ১ নম্বর সাক্ষী সম্পর্কে (আশিকুর রহমান) মানহানিকর মন্তব্য করা হয়। কাদের সিদ্দিকীর অসংলগ্ন কথাবার্তায় তাকে বর্তমানে বিবেকহীন ব্যক্তি বলে প্রমাণ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক অথচ তাকে রাজাকারের কমান্ডার বলিয়া অসৎ উদ্দেশে মিথ্যা অপবাদ দেওয়া হয়।
ফেব্রুয়ারি ২৭, ২০১৩