বিনোদন ডেস্ক: প্রভুদেবা পরিচালিত পরবর্তী ছবি ‘রামায়া ভাসতা ভায়া’র একটি আইটেম গানে নাচতে দেখা যাবে শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। গানের শিরোনাম ‘জাদু কি ঝাপ্পি দে দে তু আভি’। গানটির নৃত্যপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন প্রভুদেবা।
এর আগে প্রভুদেবার পরিচালনায় নাচতে দেখা গেছে মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর, সোনাক্ষী সিনহা, অক্ষয় কুমার, সালমান খানসহ একাধিক বলিউডি তারকাকে। এবার তাঁদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে জ্যাকুলিনের নাম। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে পিটিআই।
‘রামায়া ভাসতা ভায়া’ প্রযোজনা করছেন কুমার তোরানি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তাঁর ছেলে গিরীশ কুমারের। এতে আরও অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান, রণধীর কাপুর, সনু সুদ, বিনোদ খান্না, পুনম ধীলন প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৭ জুন।
কুমার তোরানি জানিয়েছেন, এরই মধ্যে পাঞ্জাবে গানটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।গানটি ভ্রমণনির্ভর হলেও শাহরুখ-মালাইকার বিখ্যাত ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের সঙ্গে এর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। ছবির কাহিনির প্রয়োজনেই গানটি তৈরি করা হয়েছে। এটি ছবির প্রচারণায় ব্যবহূত হবে। ছবির নায়ক মনের মানুষের সন্ধানে শহর থেকে গ্রামে যাওয়ার পথে গানটি ভেসে উঠবে রুপালি পর্দায়।
২৭ ফেব্রুয়ারী/নিউজরুম