‘গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতের’

0
173
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক:নাটকের শুটিংয়ের জন্য তিন রাত নির্ঘুম পার করলেন অভিনয়শিল্পী সারিকাআফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটির নাম গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতেরসম্প্রতি বনানী, উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে এই নাটকের শুটিং হয়েছে
সারিকা বলেন, ‘কয়েক মাস আগে ছেলেটি আমাকে বাঁচিয়েছিলশিরোনামের একটি টেলিছবির জন্য আমাকে টানা পাঁচ রাত শুটিং করতে হয়েছেওই টেলিছবির গল্পটা ছিল বেশ চমত্কারএবারের নাটকটির গল্পটাও বেশ সুন্দরঅনেক পরিশ্রম করতে হয়েছেতবে রাত জেগে শুটিংয়ের ফাঁকে আমরা অনেক মজাও করেছি
শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে সারিকা বলেন, ‘তিন রাত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শুটিং করেছিআর দিনের বেলা ঘুমিয়েছিনাটকটি আমার অভিনয়জীবনের নতুন অভিজ্ঞতাকাজটি করে আমি মুগ্ধ
গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতেরনাটকে সারিকা অভিনয় করেছেন সজলের বিপরীতে

 

২৭ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন