ব্যবসা ও অর্থনীতিডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অবিলম্বে সীমিত পরিসরে নতুন গ্যাস-সংযোগ চালুর সুপারিশ করেছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় বাসাবাড়ি, শিল্প, বাণিজ্যসহ সব ক্ষেত্রে এ সংযোগ চালু করার সুপারিশ করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া এ কথা জানান।
সংসদীয় কমিটির সভা সূত্র জানায়, আজকের সভায় প্রকাশিত এই সংবাদ নিয়ে আলোচনা হয়। পরে কমিটি অবিলম্বে সীমিত পরিসরে নতুন গ্যাস-সংযোগ চালুর সুপারিশ করে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন গ্যাস-সংযোগ চালু করার বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ নিয়ে কোনো মাথাব্যথা নেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। এমনকি ওই সুপারিশে প্রকৃতপক্ষে কী বলা হয়েছে, তা খুলেও দেখেনি মন্ত্রণালয়।
সরকার ২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ করে দেয়। তখন বলা হয়েছিল, গ্যাসের উত্পাদন দৈনিক ২২০ কোটি ঘনফুটে (দুই হাজার ২০০ মিলিয়ন) উন্নীত না হওয়া পর্যন্ত নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকবে। বর্তমানে দেশে গ্যাসের সর্বোচ্চ উত্পাদনক্ষমতা ২২৬ কোটি ঘনফুট ছাড়িয়েছে।
২৭ ফেব্রুয়ারী/নিউজরুম