ইরানকে নতুন প্রস্তাব দিয়েছে বিশ্বের ছয় পরাশক্তির দেশ

0
381
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে পিছিয়ে এলে তাদের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নতুন প্রস্তাব দিয়েছে বিশ্বের ছয় পরাশক্তির দেশযুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া গতকাল মঙ্গলবার কাজাখস্তানের আলমাতিতে বৈঠক করে এ প্রস্তাব দেয়তারা আশা করছে, ইরান তাদের এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেপশ্চিমা বিশ্বের আশঙ্কা, এই কর্মসূচির মাধ্যমে ইরান পারমাণবিক বোমা তৈরি করবেআজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়
আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় দ্বিতীয় দিনের বৈঠক শুরু হওয়ার কথা২০১২ সালের পর এই প্রথম এ ধরনের সংলাপ হচ্ছেএর আগে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই সংলাপ শেষ হয়েছিল
পশ্চিমা বিশ্বের কর্মকর্তারা প্রথম দিনের এ বৈঠককে কার্যকরবলে মনে করছেনএকজন কর্মকর্তা জানান, ইরান এই ছয় পরাশক্তির দেওয়া প্রস্তাব নিয়ে রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছেতবে ইরান বিষয়টি কীভাবে দেখছে, এ ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আলোচনায় এ পারিপার্শ্বিক অবস্থাকে খুব গুরুত্বপূর্ণবলে উল্লেখ করেছে
এদিকে আলমাতির এ বৈঠককে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলকূটনৈতিক উদ্যোগ ও নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা না হয়, তাহলে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে বলে হুমকি দিয়ে আসছে

 

২৭ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন