তরুণ প্রজন্ম প্রত্যাশা পূরণের জন্য আন্দোলন করছে- আইন প্রতিমন্ত্রী

0
167
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:তরুণপ্রজন্ম তাদের প্রত্যাশা পূরণের জন্য আন্দোলন করছে, এ আন্দোলনট্রাইব্যুনালের বিরদ্ধে নয় বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেটকারুল ইসলামবুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে ব্লগার রাজীব হায়দারের শোক সভায় তিনি এ দাবি করেনসম্প্রতিকয়েকটি গণমাধ্যমে তরুণ প্রজন্মের আন্দোলনকে ট্রাইব্যুনালের বিরুদ্ধী বলাহলে এর কড়া সমালোচনা করে  তিনি বলেন, কিছু গোষ্ঠী শাহবাগের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেষ্টা করছে
তিনি আরো বলেন, যারা শাহবাগেরআন্দোলনকে ট্রাইব্যুনালের বিরদ্ধী হিসেবে প্রচার করছে তারা মিথ্যাবাদিতাদের এ মিথ্যাপ্রচারণার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনা হবেতরুণ প্রন্মের আন্দোলনের সাথে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ
ব্লগাররাজীব হায়দার সম্পর্কে আইন প্রতিমন্ত্রী কিছু মানুষ রূপি শয়তান রাজীব নিহতহওয়ার পর তার নামে কুসিত রটনা করে সারাদেশে মসজিদ শহীদ মিনারে তাণ্ডবচালিয়েছে তাদের বিচার কড়া হবেতার সাথে সাথে উস্কানি দাতাদের ও বিচারেরসম্মুখীন করা হবেসভায় হুমায়ন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিতছিলেন, মুক্তিযোদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. তাজুল ইসলাম, ও নিহতব্লগার রাজীবের পিতা ডা. নাজিমুদ্দিন, ও মাতা নারগিস আক্তার ও আওয়ামীমুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহীন প্রমুখ

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন