ব্যবসা ও অর্থনীতিডেস্ক: শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা ১টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে ৪০৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে মোট ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৩টিরই দাম কমেছে; বেড়েছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আপাতত ডিএসইতে লেনদেন হয়েছে ১৭১ কোটি টাকার।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, আরগন ডেনিমস, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ওরিওন ইনফিউশনস, আকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, সানলাইফ ইনস্যুরেন্স, স্যালভো কেমিকেলস।
২৭ ফেব্রুয়ারী/নিউজরুম