ডেস্ক রিপোর্ট:সাম্প্রতিকসময়ে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনা আশঙ্কা জনক ভাবে বেড়েগেছে। বিশেষ করে তারা হত্যার হুমকি পাওয়া থেকে শুরু করে হত্যাকাণ্ডের শিকারপর্যন্ত হচ্ছে।বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মিডিয়া ও বিভিন্ন সংস্থা উদ্বেগপ্রকাশ করেছে ।প্যারিস ভিত্তিক সংবাদ সংস্থা ‘রিপোর্টার্স উইথআউট বর্ডার্স’ সংস্থাটি তাদের একটি প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানায়।‘রিপোর্টার্সউইথআউট বর্ডার্স’ বলছে, বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তইসলামপন্থী দলের নেতাদের বিচার কার্যক্রমকে কেন্দ্র করে আশঙ্কাজনক এইপরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ১৯জন ব্লগারকে হত্যার হুমকি দেয়া হয়েছেএবং ইতোমধ্যেই একজন ব্লগার নৃশংস হত্যার শিকার হয়েছে;অপর একজন এর আগেছুরিকাঘাত হয়েছেন।
গত ২২শে ফেব্রুয়ারি এক সংঘর্ষে ২৩জন সাংবাদিক আহতহয়েছে উল্লেখ করে সংস্থাটি বলছে, এসব সাংবাদিক মূলত ইসলামপন্থী দল এবংআইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হামলার শিকারে পরিণত হয়েছে।
সংস্থাটিগণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিকঅচলাবস্থা নিরসনে উভয়পক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদ দেয়।
২৭ফেব্রুয়ারী/নিউজরুম