ঢাকা: ব্লগার রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
আরও গ্রেফতারের চেষ্টা চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ হত্যাকাণ্ড জামায়াত-শিবিরই ঘটিয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন, “হত্যার ধরণ ও আঘাতের চিহ্ন দেখে আমার মনে হয়েছে এটি জামায়াত-শিবিরর কাজ। কারণ, এ ধরনের হত্যাকাণ্ড জামায়াত-শিবির ছাড়া অন্যরা করে না।”
উল্লেখ্য, শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা ও বইমেলায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ওই ৭ জন ২ দিনের রিমান্ডে রয়েছেন। তারা হলেন, সিরাজুল ইসলাম, কাওছার হোসেন জীম, রিয়াজ উদ্দিন মজুমদার, জসীম উদ্দিন, গাজী মো. রাসেল হোসেন, জিয়াউল হাসান খান মনির ও শাহ জালাল।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৩ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
আরও গ্রেফতারের চেষ্টা চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ হত্যাকাণ্ড জামায়াত-শিবিরই ঘটিয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন, “হত্যার ধরণ ও আঘাতের চিহ্ন দেখে আমার মনে হয়েছে এটি জামায়াত-শিবিরর কাজ। কারণ, এ ধরনের হত্যাকাণ্ড জামায়াত-শিবির ছাড়া অন্যরা করে না।”
উল্লেখ্য, শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা ও বইমেলায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ওই ৭ জন ২ দিনের রিমান্ডে রয়েছেন। তারা হলেন, সিরাজুল ইসলাম, কাওছার হোসেন জীম, রিয়াজ উদ্দিন মজুমদার, জসীম উদ্দিন, গাজী মো. রাসেল হোসেন, জিয়াউল হাসান খান মনির ও শাহ জালাল।
ফেব্রুয়ারি ২৭, ২০১৩