শিক্ষা ডেস্ক: আবাসিক হলে সিট বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট শিক্ষার্থীরা। গত সোমবার শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে বিােভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদণি করে প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী দ্রুত সিট বরাদ্দের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।
আজ বুধবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সিট বরাদ্দ না দেয় তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে ভিসি বলেন, কিছু সমস্যার কারণে আবাসিক হলের সিট বরাদ্দ দেয়া হচ্ছিল না। তবে শিগগিরই সিট বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য, গত কয়েক দিন থেকেই শিার্থীরা সিট বরাদ্দের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে সিট বরাদ্দের জন্য আশ্বাস দেয়া হলেও তা কার্যকর হয়নি।
২৭ ফেব্রুয়ারী/নিউজরুম