লোডশেডিংয়ের যন্ত্রণায় দিশেহারা কৃষক

0
171
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক: চলতি ইরি-বোরো মওসুমে সেচনির্ভর বোরো আবাদের শুরুতেই বিদ্যু সঙ্কটের কবলে পড়েছেন কুড়িগ্রামের হাজার হাজার কৃষকবিদ্যু সরবরাহ চাহিদার তিন ভাগের এক ভাগে নেমে আসায় প্রয়োজন অনুযায়ী েেত সেচ দিতে পারছেন না তারাফলে লোডশেডিংয়ের যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছেন

 

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দোয়ারিরপাড়া গ্রামের কৃষক আবদুল জব্বার জানান, এবার তিনি ছয় বিঘা জমিতে বোরো আবাদ করেছেনগত সোমবার েেত চারা রোপণ শেষ করেছেনএখন এ আবাদ নিয়ে তিনি উকণ্ঠিতবিদ্যু সরবরাহ ঠিকমতো না পাওয়ায় দিনরাতে ১৪ ঘণ্টার বেশি সেচযন্ত্র চালাতে পারছেন নাযেটুকু সময় বিদ্যু সরবরাহ পাওয়া যাচ্ছে, তা নিরবচ্ছিন্নভাবে নয়, পর্যায়ক্রমেফলে েেত পানি রাখা যাচ্ছে নাএক বার পানি দেয়ার পর আরেক বার দেয়ার আগে তা শুকিয়ে যাচ্ছেএ কারণে ছয় বিঘা জমিতে চারা রোপণ করতে তার ১০ দিন সময় লেগেছে

 

কালাইপাড়া গ্রামের কৃষক আবদুল হাকিম, পাইকেরভিটার গ্রামের নওশাদ আলী ও ভুষিরভিটা গ্রামের দবির উদ্দিন জানান, লোডশেডিংয়ের কারণে তারা েেত প্রয়োজন অনুযায়ী পানি দিতে না পারায় তাদের তিনজনের ১৭ বিঘা জমির অর্ধেকে চারা রোপণ এখনো সম্ভব হয়নিএ অবস্থা এখন হাজার হাজার কৃষকেরবোরো আবাদের শুরুতেই লোডশেডিংয়ের কবলে পড়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন

 

জেলা কৃষি সম্প্রসারণ দফতর সূত্র জানায়, পল্লী বিদ্যু সমিতির আওতাধীন কুড়িগ্রামের সাত উপজেলায় এবার প্রায় ৭৯ হাজার ৫০০ চাষি তাদের ৩২ হাজার ৬১৪ হেক্টর জমিতে বোরো আবাদে সাত হাজার ৫৫২টি বিদ্যুচালিত সেচযন্ত্র ব্যবহার করছেনবিদ্যুচালিত সেচযন্ত্রের আওতাধীন অর্ধেক পরিমাণ জমিতে এখনো চারা রোপণ শেষ করা সম্ভব হয়নি

 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মজনুর রহমান জানান, সদর উপজেলায় প্রায় দুই হাজার ৫০০ চাষি তাদের পাঁচ হাজার ২০ হেক্টর জমি আবাদে এক হাজার ২৩৭টি বিদ্যুচালিত সেচযন্ত্র ব্যবহার করছেনলোডশেডিংয়ের কারণে দুই হাজার ২০০ হেক্টর জমিতে এখনো চারা রোপণ করা সম্ভব হয়নিবিদ্যু সঙ্কটে সেচ ব্যবহৃত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপকে অবহিত করা হয়েছে

 

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যু সমিতি সূত্র জানায়, কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী এবং লালমনিরহাটের কালীগঞ্জ, আদিতমারী ও সদরসহ ১০ উপজেলার ৫৯৪ গ্রামে তিন হাজার ৩৪৯ কিলোমিটার লাইনের মাধ্যমে সমিতির সাতটি সাবস্টেশনের আওতায় ৩৩টি ফিডার দিয়ে বিদ্যু সরবরাহ করা হচ্ছেগ্রাহকসংখ্যা ৮৪ হাজার ৯০ জনএর মধ্যে বিদ্যুচালিত সেচযন্ত্রের গ্রাহক সংখ্যা ১০ হাজার ৭২১ জনসমিতির বিদ্যুতের চাহিদা এখন গড়ে ৩৫ মেগাওয়াটএর মধ্যে সরবরাহ পাওয়া যাচ্ছে ১৫ মেগাওয়াটতবে এই সরবরাহ কমে এখন ১২ মেগাওয়াটে নেমে এসেছেপ্রতিদিন পর্যায়ক্রমে প্রতিটি ফিডারে লোডশেডিং করা হচ্ছে কমপে ১০ ঘণ্টাকোনো কোনো দিন লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে ১৫ ঘণ্টায় গিয়ে দাঁড়াচ্ছে

 

প্রসঙ্গে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যু সমিতির জেনারেল ম্যানেজার কে বি এম আমিন উল্লাহ পাটোয়ারী জানান, এখন বিদ্যুতের চাহিদা পিডিবির কুড়িগ্রামে সাত মেগাওয়াট, লালমনিরহাটে ১৮ মেগাওয়াট এবং পল্লী বিদ্যু সমিতির ৩৬ মেগাওয়াট মোট ৬০ মেগাওয়াটঅথচ গ্রিডের ক্যাপাসিটি ৪২ মেগাওয়াটগ্রিড লাইনের ক্যাপাসিটি কম থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যু সরবরাহ নেয়া যাচ্ছে না

 

তিনি দাবি করেন, এখন গড়ে প্রতিদিন ২৮ মেগাওয়াট বিদ্যু সরবরাহ পাওয়া যাচ্ছেসমিতির চাহিদার চেয়ে কম বিদ্যু পাওয়ার পরও রাতে সেচ দেয়ার জন্য এক সাথে ১৫টি ফিডার চালু রেখে পর্যায়ক্রমে ৩০টি ফিডারে বিদ্যু দেয়া হচ্ছেএ ছাড়াও চাষিরা দিনে এবং রাতে েেত পর্যাপ্ত সেচ দিতে পারছেন নাএভাবে লোড ম্যানেজমেন্টের মাধ্যমে সেচযন্ত্রগুলো চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে

 

 

 

২৭ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন