‘ওয়েব ওএস’

0
178
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হিউলেট প্যাকার্ড বা এইচপি কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজির কাছে ওয়েব ওএসঅপারেটিং সিস্টেম ইউনিট বিক্রি করে দিচ্ছেএলজির কর্তৃপক্ষ স্মার্টফোনের এই অপারেটিং সিস্টেম তাদের টেলিভিশনে ব্যবহার করবেখবর বার্তা সংস্থা রয়টার্সের
২০১০ সালে ইলেকট্রনিক পণ্য নির্মাতা পামের কাছ থেকে ১২০ কোটি মার্কিন ডলারে স্মার্টফোন অপারেটিং সিস্টেম ইউনিট কিনেছিল এইচপিএরপর এ অপারেটিং সিস্টেমনির্ভর পণ্য বাজারে আনার চেষ্টা করছিলতবে ওয়েব ওএসনির্ভর পণ্য বাজারে এনে সফল হতে পারেনি এইচপি

 

২৭ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন