বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্: ২০১৭ সাল নাগাদ শুধু মোবাইল ফোন শিল্পেই বিশ্বজুড়ে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে। এই সময়ের মধ্যে এ শিল্পে ১১ হাজার কোটি ডলারের বিনিয়োগ বাড়বে। মোবাইল ফোনের যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে নানা পর্যায়ে মানুষের কর্মসংস্থান বাড়বে বিশ্বজুড়ে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএসএম অ্যাসোসিয়েশন ‘দ্য মোবাইল ইকোনমি ২০১৩’ নামের একটি গবেষণায় এ তথ্য পেয়েছে।
গবেষকেরা জানিয়েছেন, বিশ্বজুড়ে মোবাইল ফোনের ব্যবহার দ্রুত বাড়ছে। সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছেই পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন সেবা।আর এ ফোনের ব্যবসায় নতুন করে বিনিয়োগ বাড়ছে যা মানুষের কর্মসংস্থান বাড়াবে।
বাজার গবেষকেরা আশা করছেন, মানুষের কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি ২০১৭ সাল নাগাদ মোবাইল ব্যবসায় এক হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে এবং বৈশ্বিক জিডিপি ২.২ শতাংশ বাড়বে।
২৭ ফেব্রুয়ারী/নিউজরুম