খবরের শিরোনাম হয়েছেন প্রিন্স হ্যারি

0
166
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: উগ্র জীবনযাপনে অভ্যস্ত হয়ে বেশ কয়েকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন প্রিন্স হ্যারিতবে নতুন প্রেমিকা ক্রেসিডা বোনাস জীবনে আসার পর তিনি শুধরে যাওয়ার চেষ্টা করছেনতিনি বোনাসের সঙ্গে থিতু হওয়ার পরিকল্পনা করছেন বলেই জানিয়েছেন তাঁর কাছের বন্ধুরা
চেলসি ডেভির সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১১ সালে নিজেকে শতভাগ ব্যাচেলর বলে ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের ছোট রাজকুমার হ্যারিপরবর্তী সময়ে বিতর্কিত নানা কীর্তিকলাপ ঘটিয়ে নিজের পাশাপাশি ব্রিটিশ রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন করেন তিনি
চেলসির সঙ্গে বিচ্ছেদের পর কেনসিংটন প্রাসাদে একাই থাকতেন প্রিন্স হ্যারিতবে সম্প্রতি সেটা ছেড়ে দিয়ে নটিংহাম কটেজে ওঠার পরিকল্পনা করছেনপারিবারিক পরিবেশে থাকতে চান বলেই তাঁর এ সিদ্ধান্ত
দুই বেডরুমের এই কটেজে সপ্তাহ শেষে অবসর সময় কাটাতেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনতবে এই রাজদম্পতির ঘরে নতুন অতিথি আসার পর কটেজটি ছেড়ে দেবেন তাঁরাতখন সেখানে উঠবেন প্রিন্স হ্যারি
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ডেইলি স্টার জানিয়েছে, বোনাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রিন্স হ্যারিতাঁরা একে-অন্যের সঙ্গ দারুণ উপভোগ করছেন এবং দুজন মিলে সুন্দর সময় কাটাচ্ছেনবোনাসের সঙ্গে থিতু হতে চান হ্যারিনটিংহাম কটেজে প্রেমিকার সঙ্গে থাকার পরিকল্পনাও করছেন তিনি
তবে এ ক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করছেন বোনাসকারণ, তাঁর বয়স কম এবং পড়ালেখার পর্ব এখনো শেষ হয়নিএই মুহূর্তে নাচের ওপর ডিগ্রি নেওয়ার প্রতিই পুরো মনোযোগ কেন্দ্রীভূত রাখতে চাননিজের জীবনকে গড়ে নেওয়ার পরই কেবল রাজপরিবারের সদস্য হওয়ার চূড়ান্ত সম্মতি দেবেন বোনাস

 

২৭ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন