ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত মনীষা কৈরালা

0
339
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উন্নত চিকিত্সা নিচ্ছেন ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত বলিউডি অভিনেত্রী মনীষা কৈরালাকিন্তু সেখানে একদমই মন টিকছে না তাঁরনিজের দেশ, ঘর আর চেনা পরিবেশের অভাব তীব্রভাবে অনুভব করছেনআর তাই তো ঘরে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন নেপালি বংশোদ্ভূত এ তারকা
প্রসঙ্গে সামাজিক যোগাযোগ রক্ষার একটি ওয়েবসাইটে মনীষা লিখেছেন, ‘অনেক দিন হয়ে গেল ঘর থেকে বহু দূরে আমিঘরে ফিরতে খুব ইচ্ছে হচ্ছেসেখানে ফেরার পর আমার অনেক কিছু করার আছেবিশাল খাবার ঘরটি ছবি আঁকার স্টুডিওতে রূপান্তর করতে হবেছবি আঁকার ক্লাস খুব মিস করছিএখানে ইন্টারনেটে ফরাসি ভাষা শিখছিভালোই লাগছে
মনীষা আরও লিখেছেন, ‘ঘরে ফেরার প্রচণ্ড ইচ্ছে থাকলেও আপাতত সেটা পূরণ হচ্ছে নাকারণ, পুরো চিকিত্সা-প্রক্রিয়া শেষেই কেবল ঘরে ফেরার অনুমতি মিলবে আমারদ্রুত সেরে ওঠার জন্য সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি
মানসিক যন্ত্রণা ও চাপের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত যোগব্যায়াম করছেন বলেও জানিয়েছেন মনীষাএ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘নিজেকে শান্ত রাখার পাশাপাশি ইতিবাচকভাবে সবকিছু গ্রহণ করার মানসিকতা অর্জনের লক্ষ্যে কিছু কৌশলের আশ্রয় নিয়েছিঅলসভাবে বসে না থেকে পরিশ্রম করছিপাশাপাশি চলছে ধ্যান ও প্রার্থনা
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রশিল্পে কাজ করতে গিয়ে অনেক বন্ধু জুটলেও তাঁরা এখন কোনো রকম খোঁজখবর নিচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন মনীষাদুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ধীরে ধীরে পুরোনো বন্ধুদের ছায়া আমায় ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছেএকসময়ের প্রবল সেই বন্ধুত্বকে ধরাছোঁয়ার বাইরের কোনো স্বপ্ন বলেই মনে হচ্ছে
মনীষা আরও লিখেছেন, ‘অনেকেই আজীবন বন্ধুত্বের প্রতিজ্ঞা করেছিলেন আমার কাছেকিন্তু তাঁরা এখন কোথায়? এ জন্য আমার কী কষ্ট হচ্ছে! হ্যাঁ, হচ্ছেকিন্তু কোনো না কোনোভাবে জীবনের শূন্যস্থানগুলো পূরণ হয়ে যায়আসে নতুন বন্ধু, নতুন আশা

 

২৭ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন