আবর্ত মুক্তি পাচ্ছে আগামী ১ মার্চ

0
163
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক:ভারতের কলকাতায় জয়া আহসানের প্রথম ছবি আবর্ত মুক্তি পাচ্ছে আগামী ১ মার্চছবিটির অডিও অ্যালবামের মোড়ক খোলা হয় ২২ ফেব্রুয়ারিএ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা গিয়েছিলেন জয়াআজ আবারও যাচ্ছেনএবার যাচ্ছেন ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে
শ্যামল, চারু, হরি, দুলি, রুনু ও শ্যামলেন্দুসত্যজি রায়ের বিভিন্ন ছবির এই চরিত্রগুলোর নাম একই সঙ্গে রয়েছে আবর্ত ছবিতেএই নামগুলো নিজের প্রথম ছবিতে ব্যবহার করে সত্যজি রায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলছবিটির ভাবনা প্রসঙ্গে তাঁর মত, ‘আবর্ত ছবিতে উঠে এসেছে করপোরেট-জগতের ঈর্ষা আর অভ্যন্তরীণ লড়াইয়ের কথা
জয়া বললেন, ‘আর দুই দিন পরই মুক্তি পাচ্ছে ছবিটিঅরিন্দমদা অনেক যত্ন করে ছবিটি তৈরি করেছেনআমিও ভালো কিছু করার চেষ্টা করেছিকাজটি করে ভালো লেগেছে
গতকাল মঙ্গলবার ই-বার্তার মাধ্যমে অরিন্দম শীল জানান, ছবিটি বাংলাদেশের দর্শকদেরও দেখানোর পরিকল্পনা করছেন তাঁরাআবর্ত ছবিতে আরও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, রেশমী ঘোষ, আবীর চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, অরিন্দম শীল প্রমুখছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ

 

 

 

২৭ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন