বিনোদন ডেস্ক:ভারতের কলকাতায় জয়া আহসানের প্রথম ছবি আবর্ত মুক্তি পাচ্ছে আগামী ১ মার্চ। ছবিটির অডিও অ্যালবামের মোড়ক খোলা হয় ২২ ফেব্রুয়ারি। এ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা গিয়েছিলেন জয়া। আজ আবারও যাচ্ছেন। এবার যাচ্ছেন ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে।
শ্যামল, চারু, হরি, দুলি, রুনু ও শ্যামলেন্দু—সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির এই চরিত্রগুলোর নাম একই সঙ্গে রয়েছে আবর্ত ছবিতে। এই নামগুলো নিজের প্রথম ছবিতে ব্যবহার করে সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল। ছবিটির ভাবনা প্রসঙ্গে তাঁর মত, ‘আবর্ত ছবিতে উঠে এসেছে করপোরেট-জগতের ঈর্ষা আর অভ্যন্তরীণ লড়াইয়ের কথা।’
জয়া বললেন, ‘আর দুই দিন পরই মুক্তি পাচ্ছে ছবিটি। অরিন্দমদা অনেক যত্ন করে ছবিটি তৈরি করেছেন। আমিও ভালো কিছু করার চেষ্টা করেছি। কাজটি করে ভালো লেগেছে।’
গতকাল মঙ্গলবার ই-বার্তার মাধ্যমে অরিন্দম শীল জানান, ছবিটি বাংলাদেশের দর্শকদেরও দেখানোর পরিকল্পনা করছেন তাঁরা। আবর্ত ছবিতে আরও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, রেশমী ঘোষ, আবীর চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, অরিন্দম শীল প্রমুখ। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।
২৭ ফেব্রুয়ারী/নিউজরুম