স্পোর্টস ডেস্ক: ফুটবল পায়ে পারেন না, এমন কিছু সম্ভবত নেই। তাই বুঝি লিওনেল মেসি এবার দেখাতে চাইলেন ক্রিকেটের কারিকুরি! প্যাড-গ্লাভস-হেলমেট ছাড়াই নেমে গেলেন উইকেটে। প্রথম বলেই চার, পরের বলে ছয়! ঝলক দেখালেন পরে বল হাতেও। তাঁর ব্যাটিং ফুটওয়ার্ক ও বোলিং অ্যাকশন অবশ্য হাসির খোরাক জোগাল মাঠে উপস্থিত ব্যক্তিদের। শেষ পর্যন্ত তাই ফিরে গেলেন আপন পরিচয়ে। ফুটবলের পোশাকে নেমেছিলেন, ক্রিকেট বলেই শুরু করলেন ফুটবল খেলা! টুকরো টুকরো দৃশ্যগুলো একটি বিজ্ঞাপনের। বিজ্ঞাপনের কাজে এর আগে বাস্কেটবল-টেবিল টেনিস খেলেছেন।lএবার হারবালাইফের বিজ্ঞাপনচিত্রে ক্রিকেট খেললেন একটি বেসবল স্টেডিয়ামে ওয়েবসাইট
২৭ ফেব্রুয়ারী/নিউজরুম