সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে সৌদি আরব

0
158
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াই করতে দেশটির বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে সৌদি আরবএ জন্য ক্রোয়েশিয়ার কাছ থেকে অস্ত্র কিনেছে দেশটিদ্য নিউইয়র্ক টাইমস ও দ্য টাইমস-এর প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়েছে
এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সুনির্দিষ্ট সহায়তার প্রতিশ্রুতিপেয়ে রোমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছে সিরিয়ার বিদ্রোহীরা
মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস-এর গত সোমবারের এক প্রতিবেদনে মার্কিন ও পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সৌদি আরবের অর্থায়নে স্থলবাহিনীর জন্য ব্যবহূত প্রচুর অস্ত্র কেনা হয়েছেনব্বইয়ের দশকে বলকান যুদ্ধে ব্যবহূত এসব অস্ত্র গত ডিসেম্বরে জর্ডান হয়ে সিরিয়ার বিদ্রোহীদের হাতে পৌঁছাতে শুরু করেছেপ্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সময়ে সিরিয়ার বিদ্রোহীদের ইউটিউবে পাঠানো চিত্রে এসব অস্ত্র চোখে পড়ে
ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর এক প্রতিবেদনে পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, বেশ কিছু দিন আগে অস্ত্রভর্তি কয়েকটি বিমান ক্রোয়েশিয়া ছেড়ে যায়এসব বিমানে হাজার হাজার বন্দুক, শত শত মেশিনগান ও বেশ কিছু বিস্ফোরক ছিল
ক্রোয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অবশ্য টাইমসকে বলেন, আরব বসন্ত শুরু হওয়ার পর তাঁরা সৌদি আরব বা সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রি করেননিতবে সৌদি আরব ও জর্ডানের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননিটাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ক্রোয়েশিয়ার কাছ থেকে সৌদি আরবের অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে কি না, তা স্পষ্ট নয়
এদিকে সিরিয়ায় রক্তপাত বন্ধে কয়েকটি দেশের জোট ফ্রেন্ডস অব সিরিয়ার আয়োজনে কাল বৃহস্পতিবার রোম সম্মেলনে যোগ দিচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা
সিরিয়ার অন্যতম শহর আলেপ্পোসহ এর আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরও আন্তর্জাতিক সম্প্রদায় লজ্জাজনকভাবে নীরবতাপালন করছে অভিযোগ এনে গত শনিবার সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল দেশটি
বিদ্রোহীরা রোম আলোচনায়ফিরছে: সিরিয়ার প্রধান বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) প্রধান মোয়াজ আল-খতিব সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে জানান, মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার দুর্দশাগ্রস্ত জনগণকে সুনির্দিষ্ট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেনতাই তাঁরা রোম সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ার বিদ্রোহীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেনবাইডেন বলেন, রোম সম্মেলনে সিরিয়ায় রক্তপাত বন্ধের একটি উপায় বের হতে পারে
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, ‘আমরা অস্ত্রধারীদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুতআমরা এখনো বিশ্বাস করি আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান বেরিয়ে আসতে পারেতবে বিদ্রোহীদের সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) প্রধান সেলিম ইদ্রিস আলোচনা আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, ‘প্রেসিডেন্ট বাশার বা তাঁর ঘনিষ্ঠ কারও সঙ্গে আলোচনায় বসা হবে না
প্রেসিডেন্ট বাশারের পদত্যাগের দাবিতে প্রায় দুই বছর ধরে চলা সহিংসতায় দেশটিতে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেএএফপি, বিবিসি

 

২৭ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন