কোলের ওপর রুপালি পর্দা

0
222
Print Friendly, PDF & Email

২৭ ফেব্রুয়ারি, ২০১৩: রাত ১২টা থেকে শুরু হবে শো, ভোর অবধি চলবেএকটা শেষে বাথরুম বিরতি, তারপরইশুরু হবে অন্যটাঅস্কার অনুষ্ঠানের আগেই দেখতে হবে মনোনয়ন পাওয়া সবছবিআজ চলুক সিলভার লাইনিংস প্লেবুক ও আরগোকাল হবে জ্যাংগো আনচেইনড, জিরো ডার্ক থার্টিজ্যাংগো দেখে যদি মাথা আউলা হয়ে যায়, তখন না হয় একটাঅ্যানিমেটেড সিনেমা দেখে নেওয়া যাবেএ সপ্তাহে কি আর সারা রাত জাগাযাবে? আরও মোটামুটি দুই সপ্তাহ তো লাগবেই নয়টা সিনেমা শেষ করতে
অন্ধকার ঘরে জ্বলছে শুধু ল্যাপটপের আলো, কানে হেডফোনপপকর্ন না-ই হলো, চা তো আছে
আজকালসিনেমা দেখা চলছে যেন এভাবেইসর্বশেষ মুক্তি পাওয়া ছবিটিরমাস্টারপ্রিন্ট ডিভিডি এখনো আসেনি, তাতে কী? ব্রডব্যান্ড ইন্টারনেট আছে না!নামিয়ে (ডাউনলোড) নেবভিনভাষার সিনেমা, সমস্যা নেইসাব-টাইটেল আছে না!
খুবসিরিয়াস কিছু নয়, আজ হয়তো মন চাইছে হালকা কোনো সিনেমা দেখতেআইএমডিবির(ইন্টারনেট মুভি ডেটাবেইস) তালিকা দেখে নিন না একবারহাসির ছবি, রোমান্টিক ছবি, হরর ছবি, থ্রিলারকোনো কিছুর কমতি নেইসেরা তালিকার কোনটিচাই? সেই ছবিটি হয়তো সংগ্রহে নেইফেসবুকে একটা স্ট্যাটাস দিনবন্ু্লরতালিকায় মুভিপাগল কেউ না-কেউ তো আছেইকিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন ছবিনামানোর ওয়েব ঠিকানাকিংবা ব্লগ পড়ার অভ্যাস আছে? মুভিপাগল ব্লগার কারা, তাঁদের পেজে গিয়েই দেখুনতাঁদের দেখা সিনেমার রিভিউ, ডাউনলোড লিংকসবইমজুত
স্কাইফল দেখে হয়তো ভাবছেন পুরোনো বন্ড ছবিগুলো দেখা গেলে মন্দহতো নাচলে যান সীমান্ত স্কয়ারে (আগের রাইফেলস স্কয়ার) কিংবা বসুন্ধরাশপিং কমপ্লেক্সেপেয়ে যাবেন সব বন্ড সিনেমার ডিভিডি সংগ্রহ৬০ থেকে ৭০টাকার একটি ডিভিডিতে চার বা পাঁচটি সিনেমা
অভিনয়শিল্পী ধরে সিনেমাসংগ্রহ যেমন আছেঅ্যানিমেশন, হরর ও ক্লাসিকএসব বিভাগ ধরেও সিনেমারসংগ্রহও আছেখুব বেশি প্রিয় কোনো সিনেমা হলে না হয় সিঙ্গেল ডিভিডিই কিনেনিলেন
এই হলো একালের সিনেমা দেখাতাই বলে কি তরুণেরা হলে গিয়েসিনেমা দেখেন না? তা-ও নাস্পাইডারম্যান থ্রিডির মজা তো আর বাড়িতে পাওয়াযাবে নাচোরাবালি, টেলিভিশন কিংবা হালের দেবদাসএসব ছবি তো হলে গিয়েইদেখা চাইসে বন্ধুবান্ধব মিলে হোক বা প্রিয় মানুষটিকে নিয়েই হোকহলেসিনেমা দেখার আবেদন ফুরায়নি
উচ্চমাধ্যমিক পড়ুয়া সাকিব জানালেন, হলেটিকিট, খাওয়াদাওয়াসব মিলে খরচটা জোগাতে একটু প্রস্তুতি লাগে আমাদেরবয়সী ছেলেমেয়েদেরচাইলেই তো প্রতি সপ্তাহে গিয়ে সিনেমা দেখা যায় নাআর ডিভিডি এত সহজে পাওয়া যায়বন্ধুদের সঙ্গে অদলবদল করেও দেখা যায়ডিভিডিতেই তাই বেশি সিনেমা দেখা হয়
নাইমুল হক-সাদিয়া তাহসীন দম্পতিদুজনই চাকরিজীবীবাড়িতে বড় পর্দার এলসিডিতে সিনেমা দেখা হয় বলেজানালেনছুটির দিন রাতেই সাধারণত দেখা হয়পরের দিনটা একটু দেরি করে ঘুমথেকে উঠতে পারিকখনো আমার পছন্দে, কখনো ওর পছন্দের সিনেমা দেখিবললেনসাদিয়া
কলেজের এক শিক্ষিকা একবার বলছিলেন তাঁর দীপ জ্বেলে যাইসিনেমাটি দেখার অভিজ্ঞতাবন্ধুদের সঙ্গে দেখতে গিয়েছিলেন সেবার, সুচিত্রাসেনের কায়দায় শাড়ি-ব্লাউজ বানিয়ে, তাঁর ঢঙেই চুল বেঁধে যাওয়াসেজন্য প্রস্তুতি আবার সপ্তাহ খানেক ধরে নেওয়াবন্ধুদের মধ্যে যাঁরা যেতেপারেননি, তাঁদের কী আফসোস! পুরো কাহিনি শোনাতে হয়েছিল তাঁদের
এইপ্রজন্ম এত আগের সেসব সিনেমা দেখার গল্পই শুনেছে শুধুএকটু একটু বোধ হয়মনে করতে পারে ভিসিআর বা ভিসিপিতে সিনেমা দেখার কথানব্বইয়ের দশকে বাসাবদল করে জরুরি একটা কাজই ছিল, পাড়ার ক্যাসেট ভাড়া দেওয়ার দোকান খুঁজেবের করাএখন যেমন ডিশের সংযোগ নেওয়া হয়তবে একাল আর সেকালে ধরন যতইবদলাক, রূপালি পর্দার প্রতি আকর্ষণ তো এতটুকু কমেনি

 

শেয়ার করুন